Logo

রাজনীতি

জাগ্রত পার্টির মুখপাত্র হলেন কাজী শামসুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২০:৪৫

জাগ্রত পার্টির মুখপাত্র হলেন কাজী শামসুল

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জাগ্রত পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শামসুল ইসলাম। পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান অফিসিয়ালি তাকে এ দায়িত্ব দেন। 

জাগ্রত পার্টির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট অশোক কুমার ঘোষের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন কাজী শামসুল ইসলাম।

দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান এক বিবৃতিতে জানান, দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করতে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে কাজী শামসুল ইসলামকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বগুণ পার্টির সাংগঠনিক কাঠামোতে নতুন গতি আনবে।

ডিআর/এইচকে/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর