Logo

রাজনীতি

বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মাধ্যমে : আমীর খসরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৫২

বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মাধ্যমে : আমীর খসরু

ছবি : বাংলাদেশের খবর

সংস্কারের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৫ জানুয়ারি) বিএনিপর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 

খসরু বলেন, এখন অনেকে সংস্কারের কথা বলেন। সংস্কার এদেশে প্রথম শুরু করেছিল বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে সংস্কারের পথ দেখিয়েছেন। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মাধ্যমে।

তিনি বলেন, সংস্কারের কথা যারা বলেন তাদের উদ্দেশে আমি বলতে চাই, সংস্কারের প্রথম প্রস্তাব দিয়েছিল বিএনপি। বিএনপির দেওয়া ৩১ দফাতেই দেশ সংস্কারের রূপরেখা রয়েছে। আপনারা এখন আমাদের দেওয়া সংস্কারের কথাই আমাদের বলছেন। 

মুজিববাদ আর জিয়াবাদের সমালোচনা করে তিনি আরও বলেন, আমরা কখনো জিয়াবাদের কথা বলিনি। কিন্তু বিএনপির বিরোধিতা করার জন্য এখন অনেকে জিয়াবাদের কথা বলেন। আমরা কখনো জিয়াউর রহমানকে পুঁজি করে রাজনীতি করিনি। আমরা জিয়াউর রহমানের আদর্শ দলীয় চর্চায় রেখেছি। 

এসআইবি/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর