Logo

রাজনীতি

‘বিজয়কে ব্যর্থ করার নানাবিধ ষড়যন্ত্র চলছে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:১০

‘বিজয়কে ব্যর্থ করার নানাবিধ ষড়যন্ত্র চলছে’

শেখ হাসিনার পতনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তা ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পূর্ব থানা জামায়াতের  ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কুরআন-হাদিসের নিরবচ্ছিন্ন চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টি, আত্মগঠন, আত্মশুদ্ধি ও দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দ্বীন বিজয়ী করতে হবে। ইউনিট দায়িত্বশীলদের প্রাণান্তকর প্রচেষ্টা চালানো হতে।’

থানা আমির জিল্লুর রহমান আযমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের সঞ্চালনায় শিক্ষা বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, হাতিরঝিল জোনের পরিচালক হেমায়েত হোসেন ও সহকারী পরিচালক মু. আতাউর রহমান সরকার। 

ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, ‘জামায়াত ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। আমরা দেশকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে চাই। আর এ মহতি কাজে আঞ্জাম দেওয়া আমাদের পক্ষে একা সম্ভব নয়। এ জন্য দলমত নির্বিশেষে সবার সার্বিক সহযোগিতা করার দরকার। আর সে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি বরং তারা অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এ অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে আরও সজাগ ও সতর্ক থাকতে হবে।’

এসএইচ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর