Logo

রাজনীতি

পেছ‌নে পাব‌লিক না থাকলে আপ‌নি কী‌সের নেতা : তারেক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯

পেছ‌নে পাব‌লিক না থাকলে আপ‌নি কী‌সের নেতা : তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আপনার পেছ‌নে পাব‌লিক না থাকলে আপ‌নি কি‌সের নেতা। মানুষ আমা‌দের উপর আস্থা রাখ‌তে চাইছে। অর্থাৎ বিএন‌পির উপর আস্থা রাখ‌তে চাইছে। কেউ এই আস্থা নষ্ট করার ম‌তো কিছু কর‌লে তা‌কে টানা আমার প‌ক্ষে সম্ভব না।’

মঙ্গলবার (২৮ জানুয়া‌রি) সাতক্ষীরার লেক‌ভিউ মিলনায়ত‌নে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় ভ‌ার্চুয়া‌লি প্রধান অতিথির বক্ত‌ব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচন‌কে সাম‌নে রে‌খে বিএন‌পি ঘো‌ষিত ৩১ দফা মানু‌ষের কা‌নে কা‌নে পৌঁ‌ছে দেওয়ার আহ্বান জা‌নান তারেক রহমান। বলেন, ‘কোনো ব‌্যক্তি, কর্মী বা নেতার কার‌ণে মানু‌ষের আস্থা নষ্ট হ‌লে তা‌কে আমরা বহন কর‌তে পার‌ব না। যে খারাপ তার সা‌থে আমরা সম্পর্ক রাখ‌তে চাই না। জন‌বি‌চ্ছিন্ন হ‌লে কী হয়, তা আমরা ৫ আগস্ট দে‌খে‌ছি। এর থে‌কে শিক্ষা নি‌তে হ‌বে। এ জন‌্য জনগ‌ণের স‌ঙ্গে থাক‌তে হ‌বে, জনগণ‌কে কা‌ছে রাখ‌তে হ‌বে।’ 

তা‌রেক রহমান বলেন, ‘মানুষ বিশ্বাস ক‌রে, সাম‌নে নির্বাচন হ‌লে বিএন‌পির সব‌চে‌য়ে বে‌শি সম্ভাবনা সরকার গঠন করার। সরকার গঠন কর‌লে বিএন‌পি মানু‌ষের জন‌্য বা দে‌শের জন‌্য কিছু কর‌তে পার‌বে ব‌লে মানু‌ষের আস্থা আছে। কোনো এলাকায় গি‌য়ে কেউ য‌দি শো‌নে এখা‌নে বিএন‌পির নেতা কে মানুষ একবা‌রে ব‌লতে পার‌বে, অতী‌তের স্বৈরাচারী দল সম্প‌র্কে শুন‌লেও মানুষ বল‌তে পার‌বে। কিন্তু অন‌্যান‌্য দল সম্প‌র্কে শুন‌লে মানুষকে চিন্তা ক‌রে উত্তর দি‌তে হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এখন ভাব‌তে হ‌বে, কেন মানুষ বিএন‌পির নেতাকর্মী‌দের কা‌ছে প্রশ্ন ক‌রে, কারণ তারা ভা‌বে বিএন‌পিই তা‌দের জন‌্য কিছু কর‌তে পার‌বে।’ 

৩১ দফা দেশ ও জনগ‌ণের জন‌্য বলে উল্লেখ করেন তারেক। তি‌নি ব‌লেন, ‘দিনশে‌ষে একজন বেকার জান‌তে চাইবে বিএন‌পি তার কর্মসংস্থা‌নের জন‌্য কী ব‌্যবস্থা কর‌বে। একজন বাবা জান‌তে চাইবে তার সন্তান ঠিকমত লেখাপড়া করার সু‌যোগ পা‌বে কি না। এখন আমা‌দের দা‌য়িত্ব জনগ‌ণের জন‌্য আমরা অতী‌তে কী ক‌রে‌ছি, আগামী‌তে কী করব তা জনগ‌ণের কা‌ছে তু‌লে ধরা।’

তা‌রেক রহমান আরও ব‌লেন, ‘সাম‌নে এক‌টি নির্বাচন আমা‌দের পার হ‌তে হ‌বে। এ জন‌্য ৩১ দফা মানু‌ষের কা‌নে কা‌নে পৌঁ‌ছে দি‌তে হ‌বে। আপনা‌দের‌কে জনগ‌ণের কা‌ছে যে‌তে হ‌বে। আপনারা জনগ‌ণের স‌ঙ্গে থাকুন, জনগ‌ণকে কা‌ছে রাখুন।’ 

আব্দুস সামাদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর