কর্মসূচি ঘিরে আ.লীগের নতুন নির্দেশনা
বাধা দিলেই কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২১:০৪
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পাঁচ মাস পর হরতাল-অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে রাজপথে নামার চেষ্টা করছে আওয়ামী লীগ। ফেব্রুয়ারি জুড়ে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয় দলটি।
১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ৫ ফেব্রুয়ারি (বুধবার) লিফলেট বা প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি (সোমবার) বিক্ষোভ মিছিল সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি (রোববার) অবরোধ কর্মসূচি, ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত এসব কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিয়েছে দলটি।
ওই নির্দেশনায় বলা হয়েছে, আওয়ামী লীগের সকল জেলা ও মহানগরের নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে স্ব স্ব জেলা ও মহানগরের আওতাধীন উপজেলা, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি সফল করার জন্য ভার্চুয়ালি মিটিং করবেন। তবে কেউ গ্রেপ্তার বা আত্মগোপনে থাকলে যিনি মাঠে সক্রিয় আছেন তিনিই সংগঠিত করবেন। প্রতিটি ইউনিটের জন্য আলাদা আলাদা করে নির্দেশনা প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করুন। প্রতিটি গ্রুপে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের এবং একইসাথে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর +১ (৯১৭) ৫৬৯-৯৩২৭ এবং ব্যাক আপ হিসেবে +২৭ ৬০ ২৫৬ ০৫৩৩, +২৭ ৭৪ ৬৪১ ৪৭৩৭ যুক্ত করুন।
দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
- এনএমএম/ওএফ