Logo

রাজনীতি

ওমরাহ যাওয়ার পথে অসুস্থ বাবর, দুবাই হসপিটালে ভর্তি

Icon

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪

ওমরাহ যাওয়ার পথে অসুস্থ বাবর, দুবাই হসপিটালে ভর্তি

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবর গুরুতর অসুস্থ। তাকে জরুরিভাবে দুবাইয়ের হসপিটালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ২টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই হসপিটালে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

তিনি জানান, স্বপরিবারে সৌদি আরবে ওমরায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় দুবাইতে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবরকে। এয়ারলাইন্সে তিনি বুকে ব্যথা অনুভব করলে ফ্লাইটের অভ্যন্তরে তাৎক্ষণিক তাকে চিকিৎসা প্রদান করা হয়। পরে দুবাই এয়ারপোর্টে ফ্লাইট অবতরণের পর ডাক্তাররা তাকে জরুরি চিকিৎসা সেবক প্রদান করেন। এরপর তাকে রাত ২ টায় দুবাই হসপিটালে নেওয়া হয়। সেখানে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

জানা গেছে, স্বপরিবারে ওমরায় যাওয়ার সফরে সাথে ছিলেন বাবরের স্ত্রী, দুই মেয়ে,পুত্র লাবিব ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন সাথে ছিলেন। অসুস্থতার কারণে দুবাই এয়ারপোর্ট থেকে বাবরকে হাসপাতালে ভর্তি করা হলেও বাবরের স্ত্রী ও দুই মেয়ে সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে গিয়ে পৌঁছেছেন। দুবাই হসপিটালে সন্তান লাবিবকে সাথে রেখেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর।

কে এম জাহেদ/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর