Logo

রাজনীতি

সৎ-যোগ্যরা নির্বাচিত হলে ৭০ টাকার চাল ৩০ টাকায় আসবে : তাহের

Icon

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২১:০৫

সৎ-যোগ্যরা নির্বাচিত হলে ৭০ টাকার চাল ৩০ টাকায় আসবে : তাহের

দেশে লুটপাটের কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে ৭০ টাকা চাল ৩০ টাকায় নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মডার্ন স্কুল অ্যান্ড মাদ্রাসা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেবে না জনগণ। তিনি বলেন, ৫ আগস্টে শুধু স্বৈরাচার সরকারের পতন নয়, আধিপত্যবাদী, ইসলাম বিদ্বেষী ভারতেরও পরাজয়।

তাহের আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র চালু থাকুক প্রতিবেশী দেশ ভারত কখনো তা চায় না। এদেশের স্বাধীনতাকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে, সেটি প্রতিহত করতে হবে। 

তাসফিরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে আলোচনা করেন মুফতি আমির হামজা। প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমান, মাওলানা ইয়াহিয়া তাকী।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর