Logo

রাজনীতি

সমাবেশে বাধা, দেশব্যাপী হরতালের ডাক ইনসানিয়াত বিপ্লবের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৩

সমাবেশে বাধা, দেশব্যাপী হরতালের ডাক ইনসানিয়াত বিপ্লবের

ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ বন্ধ করার প্রতিবাদে দেশব্যাপী হরতালের ঘোষণা দিয়েছে ইনসানিয়াত বিপ্লব। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার (২ ফেব্রুয়ারি) অর্ধবেলা দেশব্যাপী হরতালের ঘোষণা দেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত।  

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের শান্তিপূর্ণ সমাবেশ বন্ধ করে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ও জনগণের অধিকার হরণ করা হয়েছে। এ সময় আগামীকাল ২ ফেব্রুয়ারি দেশব্যাপী অর্ধবেলা হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল। ইনসানিয়াত বিপ্লবের ফেনীতে অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচনী জনসভা বন্ধ করায় প্রতিবাদ জানান তিনি।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর