Logo

রাজনীতি

সদিচ্ছা ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয় : সারজিস

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০২

সদিচ্ছা ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয় : সারজিস

সদিচ্ছা ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘বাজারে চাঁদাবাজি বন্ধ না হলে এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ না করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।’

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁওয়ে আয়োজিত ‘বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বিভিন্ন বাজারে তথ্য সংগ্রহের সময় দেখতে পেয়েছি, রাজনৈতিক দলের কর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। এই চাঁদাবাজির কারণে পণ্যের দাম কয়েকগুণ বেড়ে যায়। সরকার মূল্যস্ফীতি নিয়ে কাজ করলেও ব্যবসায়ীদের লোভস্ফীতি বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক সেমিনারেই বাজার নিয়ন্ত্রণের আলোচনা হয়, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উচিত অন্তত একটি করে দৃষ্টান্তমূলক কাজ করা। যাতে ভবিষ্যতে আমরা বলতে পারি, তারা ভালো কিছু করেছেন।’

বর্তমান বাজারব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘বড় প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার বদলে সমঝোতা করে কাজ করছে, যা বাজারকে আরও অস্থিতিশীল করছে। প্রতিযোগিতা কমিশন এখানে ব্যর্থ হয়েছে।’

সারজিস আলম সরকারের উদ্দেশে বলেন, ‘শুধুমাত্র লোক দেখানো মনিটরিং না করে কার্যকর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে। প্রবলেম হয়ে যাওয়ার পর দোষ খোঁজা থেকে বেরিয়ে আসতে হবে।’

এএইচএস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর