Logo

রাজনীতি

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কায় ইসলামী আন্দোলন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কায় ইসলামী আন্দোলন

আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে বাণিজ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে তিনি বলেছেন, বাজারে আগের মতোই চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত রেখে তার এ ঘোষণা কতটুকু বাস্তবায়ন হবে?

সোমবার (ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন। এ সময় মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়েও চাঁদাবাজি, সিন্ডিকেট করে বিনা পুঁজিতে ভোক্তার টাকা হাতিয়ে নিচ্ছে একটি দুষ্টুচক্র। প্রতিদিন বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারীর সংবাদে দেশের মানুষ হতবাক। 

তিনি বলেন, এখনো যদি চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত থাকে তবে হাজারো শহীদ জীবন দিয়েছে কীসের জন্য?

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বন্ধ করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে দেশকে চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত করতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর