Logo

রাজনীতি

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে শাহবাগে সারজিস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে শাহবাগে সারজিস

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর শাহবাগে আন্দোলনরত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি শাহবাগ আসেন। 

সারজিস আলম শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। 

শহীদ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদের দাবির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। 

রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবারকে পুনর্বাসন করা এবং দোষীদের বিচারের তিন দফা দাবিতে তারা আন্দোলন করছেন।

এদিকে, শাহবাগ অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এসএইচ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর