Logo

রাজনীতি

বিপ্লবের নামে উসকানি দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে : নুর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৫

বিপ্লবের নামে উসকানি দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে : নুর

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বিপ্লবের নামে জনগণকে উসকানি দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে যেন থার্ড পার্টি ক্ষমতা টেকওভার করতে পারে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া ঠিক হবে না।’

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

মব উসকে দিয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে তা দেশের জন্য ভালো হবে না বলে মনে করেন নুরুল হক। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয়। কোথায় গিয়ে থামতে হয়, সেই জ্ঞানটুকু থাকা দরকার।’

রাজনৈতিক ফায়দা লোটার জন্য উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি করে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, ‘জনগণের চোখে ধুলা দেওয়া হচ্ছে। দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই।’

অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না মন্তব্য করে তিনি আরও বলেন, ‘এই একপাক্ষিক উপদেষ্টা পরিষদ যতদিন থাকবে, দেশে নতুন নতুন সংকট তৈরি হবে। দ্রুত নির্বাচন কিংবা আরেও সময় লাগলে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর