বিএনপি কৃষকদের দিয়েই উন্নয়ন শুরু করবে : কৃষকদল সভাপতি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৮
-67a6394c8d10c.jpg)
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, ‘বিএনপি কৃষকদের দিয়েই উন্নয়ন শুরু করবে এবং তাদের সকল সমস্যার সমাধান করবে। বিএনপি ক্ষমতায় আসলে দেশের কৃষকরা বারোমাস হাসিমুখে থাকবেন।’
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকার বিরুনিয়া ইউনিয়নের ভাওয়ালিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সর্বদলীয় কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে কৃষকদল সভাপতি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য একাধিক কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যার মধ্যে রয়েছে—বিনা সুদে কৃষি ঋণ প্রদান,শস্য বীমা চালু, প্রতিটি বাড়িকে বাগান ও খামারে রূপান্তর, নারীদের কৃষিতে সম্পৃক্ত করার বিশেষ উদ্যোগ।’
তিনি আরও বলেন, ‘দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ চালিয়ে যাবে কৃষকদল।’
ভালুকার বিরুনিয়া ইউনিয়ন কৃষকদল আয়োজিত এই সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, কৃষকদলের সহসভাপতি বাসার আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
এমএএস/এমজে