Logo

রাজনীতি

সিলেট বিভাগের ১৯ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫

সিলেট বিভাগের ১৯ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতে ইসলামীসহ আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলো মুক্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ৫ আগস্টের পর জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পায় এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করে। পাশাপাশি দলটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও জামায়াতে ইসলামী ইতোমধ্যে সারাদেশে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শুরু করেছে। এরই অংশ হিসেবে সিলেট বিভাগের ১৯টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের কার্যালয়ে এক অঞ্চল বৈঠকে প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয় সূত্র জানায়, দুই বছর আগে জামায়াত সারাদেশে ১৫৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করে। কেন্দ্রের অনুমোদনের পর অঞ্চল পর্যায়ে সিলেট বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সিলেট বিভাগের ১৯ আসনের জামায়াতের প্রার্থীরা হলো :

সিলেট জেলা 

সিলেট-১ : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

সিলেট-২ : অধ্যক্ষ আব্দুল হান্নান।

সিলেট-৩ : দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ।

সিলেট-৪ : জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন।

সিলেট-৫ : জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান।

সিলেট-৬ : ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

সুনামগঞ্জ জেলা

সুনামগঞ্জ-১ : জেলা আমির তোফায়েল আহমেদ খান।

সুনামগঞ্জ-২ : সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

সুনামগঞ্জ-৩ : সিলেটের এপিপি ইয়াছিন খান।

সুনামগঞ্জ-৪ : মুহাম্মদ শামসুদ্দীন।

সুনামগঞ্জ-৫ : আব্দুস সালাম আল মাদানী।

হবিগঞ্জ জেলা

হবিগঞ্জ-১ : সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী।

হবিগঞ্জ-২ : ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী।

হবিগঞ্জ-৩ : জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ।

হবিগঞ্জ-৪ : জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান।

মৌলভীবাজার জেলা

মৌলভীবাজার-১ : আমিনুল ইসলাম।

মৌলভীবাজার-২ : জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী।

মৌলভীবাজার-৩ : সাবেক জেলা আমির আব্দুল মান্নান।

মৌলভীবাজার-৪ : আব্দুর রব।

দলের ঘোষণার আগেই জামায়াতে ইসলামীর এসব প্রার্থী সিলেটজুড়ে ‘অনানুষ্ঠানিক’ নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ওয়াজ মাহফিল, সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছেন। সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

রেজাউল হক ডালিম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর