Logo

রাজনীতি

এক-এগারোতে সংস্কারের নামে কুসংস্কার করেছে : গয়েশ্বর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০

এক-এগারোতে সংস্কারের নামে কুসংস্কার করেছে : গয়েশ্বর

ছবি : বাংলাদেশের খবর

এক-এগারোতে সংস্কারের নামে কুসংস্কার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। রোববার (৯ ফেব্রুয়ারি) ১২ দলীয় জোটের এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক-এগারোতে মাইনাস টু ফরমুলা আমরা দেখেছি। আসলে মাইনাস টুতে ছিলেন, মাইনাস ওয়ান- খালেদা জিয়া, মাইনাস দুই তারেক রহমান। এক-এগারোতে সংস্কারের নামে কুসংস্কার করে রাজনীতি থেকে দূরে রাখার কৌশল করা হয়েছিল। এখন সংস্কারের বাতাস বইছে চারপাশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহু আগেই সংস্কার প্রস্তাব দিয়েছেন। বিএনপির দেয়া ৩১ দফায় সংস্কারের সকল প্রস্তাব রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই। ছয় মাস পেরিয়ে গেলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ আনতে পারেনি। 

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার বিষয় উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৩২ নম্বরের বাড়ি ভাঙার কথা বিএনপির। কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল শেখ হাসিনা। কিন্তু বিএনপি ৩২ নম্বর ভাঙতে যায়নি। হাসিনার পতনের ছয় মাস পর ৩২ নম্বর ভাঙলেন যারা তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এ বিষয়ে জানা প্রয়োজন। 

তিনি আরও বলেন, আমি বলতে চাই, দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। নির্বাচন যাতে না হয় সে ষড়যন্ত্র চলছে। সবাই সজাগ থাকুন। 

এসআইবি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর