দেশে এখনো ‘ডেভিলরা’ আছে, দমন করা দরকার : জামায়াত আমির

সিলেট ব্যুরো
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০
-67a8a95869cf7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দেশে এখনো ডেভিলরা রয়ে গেছে। তাদের দমন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দলটির সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে গণহত্যা হবে। মূল জায়গাগুলোতে কিছু সংস্কার শেষে নির্বাচন দিতে হবে।’
উপদেষ্টা নাহিদ, আসিফের বক্তব্যের প্রেক্ষিতে শফিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে তিনি-ই ভালো বলতে পারবেন। আমরা অতীত নিয়ে কামড়া-কামড়িতে বিশ্বাস করি না।’
তিনি আরও বলেন, ‘দেশের রাজনীতি কখনো ভালো ছিল না। রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত যতদিন সঠিক হবে না, ততদিন দেশের পরিস্থিতি ঠিক হবে না।’
অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমির বলেন, ‘দেশে এখনো ডেভিলরা রয়ে গেছে। তাদের দমন করা দরকার।’
নির্বাচনি আসনগুলোতে দলের প্রার্থীর নাম ঘোষণা প্রসঙ্গে আমির বলেন, ‘এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেনি জামায়াত।’
মো. রেজাউল হক ডালিম/এমআই