Logo

রাজনীতি

শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রির ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮

শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রির ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

শেখ হাসিনা দেশকে ভারতের কাছে বিক্রি করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ চালক দল আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তার ষড়যন্ত্র থেমে নেই। অবৈধভাবে ক্ষমতায় থাকতে হাসিনা দেশকে ভারতের কাছে বিক্রির ষড়যন্ত্র করেছিল। একই ষড়যন্ত্র এখন হিন্দুস্তানে গিয়ে করছে। হাসিনার উসকানির কারণে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে আঘাত এসেছে।’ 

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট সময়মতো শুরু হলে সচিবালয়ে আগুন লাগত না। গাজীপুরে ছাত্রদের ওপর হামলা হতো না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতো না।’

দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া কোনো গণতান্ত্রিক দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না। জণগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কথা বলবে। আপনারা নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বসে নেই। তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।’

এসআইবি/এমজে/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর