Logo

রাজনীতি

ঝিনাইদহের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩১

ঝিনাইদহের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের চারটি আসনে সম্ভাব্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার কেন্দ্রীয় কমিটির পর্যালোচনা শেষে দলটি প্রার্থীদের তালিকা প্রকাশ করে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষিত প্রার্থীরা হলো :

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে উপজেলা জামায়াতের আমির এএসএম মতিয়ার রহমান।

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনে জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক মতিউর রহমান।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে কালীগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু তালেব।

অধ্যাপক আলী আজম মো. আবুবকর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে দলীয় প্রার্থী ঘোষণা করবে জামায়াত। এর অংশ হিসেবে ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। দলীয়ভাবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে পর্যালোচনার পরে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। দুর্নীতি, শোষণ-পীড়ন ও মাদক-সন্ত্রাসমুক্ত মানবিক ঝিনাইদহ গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।

বুরহান উদ্দীন/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর