দায়িত্বশীলদের থেকে আলেমদের নিয়ে অসংযত বক্তব্য শান্তির পরিপন্থী
জামায়াত আমির

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০২
-67ab4a81d9829.jpg)
আলেমদের সম্মান দিলে জাতি সম্মানিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ওই পোস্টে তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, ওলামায়ে-কেরামদের বিষয়ে মাঝে-মধ্যে দায়িত্বশীল পর্যায় থেকে অসহিষ্ণু, অসংযত ও অনাকাঙ্ক্ষিত বক্তব্য ও পাল্টা বক্তব্য আসে, যা সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় মর্যাদাবোধের জন্য সহায়ক নয়।
জামায়াত আমির এমন বক্তব্য প্রদান করা থেকে রাষ্ট্রের দায়িত্বশীলদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, (তাদের) এমন আচরণ অবশ্যই পরিত্যাজ্য। ওলামায়ে-কেরামদের সম্মান দিলে জাতি সম্মানিত হবে।
ডিআর/বিএইচ