Logo

রাজনীতি

‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানে আসছে নতুন ছাত্রসংগঠন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭

‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানে আসছে নতুন ছাত্রসংগঠন

‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানে আসছে নতুন ছাত্রসংগঠন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দলের নেতা নির্বাচন করা হবে। 

ছাত্র সংসদের সাথে নতুন দলের কোনো দ্বন্দ্ব নেই। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হবে। 

ছাত্র সংসদ ক্যালেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। 

এ সময় আরও জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের মতো করে থাকবে আর ছাত্রদের সংগঠন তাদের মতো করে চলবে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপই এই সংগঠনের লক্ষ্য। স্বতন্ত্র পদ্বতি নিয়ে এগিয়ে যাবে সংগঠনটি।

জেসিবি/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর