তিস্তা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪

রংপুরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিনটি জেলায় তিস্তা নদীর ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে তারেক রহমান বিএনপির ভার্চুয়ালি যুক্ত হবেন। লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি স্থানে একসঙ্গে শুরু হওয়া এই কর্মসূচি রাতে শেষ হবে।
- ডিআর/এমজে