একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে প্রেরণার উৎস : রিজভী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮

একুশে ফেব্রুয়ারি আমাদের প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভাষার জন্য বিশ্বের কোনো দেশের মানুষ জীবন দেয়নি। বাঙালিরা মুখের ভাষা বাংলায় কথা বলতে জীবন বিলিয়ে দিয়েছে। যা সারা বিশ্বের কাছে বিস্ময়। ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করেছে। একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে প্রেরণার উৎস।
তিনি আরও বলেন, হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও অনুপ্রেরণা দিয়েছে একুশের চেতনা। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে একুশের ভূমিকা রয়েছে।
তিনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়।
- এসআইবি/ওএফ