যানজটে জামায়াত আমিরের গাড়িবহর, ছাড়াতে গিয়ে প্রাণ গেল কর্মীর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫২

কুমিল্লার লালমাই এলাকায় যানজটে আটকা পড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়ি বহর। এ সময় জ্যাম ছাড়াতে গিয়ে বাসের চাপায় জসিম উদ্দিন (৫৩) নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার ওয়ালটন শো-রুমের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার মৃত আলী আশ্রাফ মোল্লার ছেলে। তার স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাগমারা উত্তরবাজারে বাসচাপায় জসিম উদ্দিন নামের একজন মারা গেছেন। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।
- এনএমএম/ওএফ