Logo

ধর্ম

রমজানে অর্ধেক খরচে ভর্তি রাজধানীর এই মাদ্রাসায়

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৫:৪২

রমজানে অর্ধেক খরচে ভর্তি রাজধানীর এই মাদ্রাসায়

রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাযুত তাহনীফ আল ইসলামী ঢাকা একটি সুবিন্যস্ত মাদ্রাসা হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছে। রমজান উপলক্ষে দারুণ একটি ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র এ মাসে শিক্ষার্থীরা অর্ধেক খরচে ভর্তি হতে পারবে।

সোমবার (৩ মার্চ) মারকাযুত তাহনীফ আল ইসলামী ঢাকার পরিচালক মাওলানা জামিল সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইলমে দ্বীন অর্জন সহজ করতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছে। অনেক ছাত্র বেশি খরচের কারণে ভালো মাদ্রাসায় ভর্তি হতে পারে না। আমরা সেটি থেকে উত্তরণ চাই। 

প্রতিষ্ঠানটিতে সীমিত আসনে নুরানি, নাজেরা, হিফজুল কোরআন, হিফজ রিভিশন, দ্বীনিয়াত বিভাগ ও কিতাব বিভাগের মাদানি নেসাবের প্রথম বর্ষে (আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার/পার্ট টাইম) ভর্তি চলছে। 

ভর্তির জন্য যোগাযোগ-
বাবা হুজুর ভবন, বাড়ি : ২৫ (২য় তলা)।

রোড : ০১, ব্লক : এ, ছনটেক রোড, যাত্রাবাড়ী, ঢাকা।

মোবাইল : 01747017848 ও 01616756737

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর