বাবা সম্পর্কে বিস্ময়কর তথ্য দিলেন জুনায়েদ জামশেদের ছেলে
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৯:০৫
ছবি : সংগৃহীত
ইসলামি জীবনযাপনের জন্য সংগীতাঙ্গন ছেড়ে দেওয়া প্রয়াত পাকিস্তানি কণ্ঠশিল্পী জুনায়েদ জামশেদের বিয়ের সংখ্যা নিয়ে মুখ খুলেছেন তার ছেলে বাবর জুনায়েদ।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের বাবা, পারিবারিক জীবন ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা করেন বাবর। এ সময় তার বাবার বিয়ের সংখ্যা নিয়েও প্রথমবারের মতো কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে বাবর জামশেদ বলেন, আমার বাবা তিনটি বিয়ে করেছিলেন। আমার মা ছাড়াও বাবার আরও দুজন স্ত্রী ছিলেন। তাদের একজন বাবার সঙ্গে বিমান দুর্ঘটনায় মারা যান।
বাবর জুনায়েদ জানান, তার অন্য দুই মায়ের ঘরে তার আর কোনো ভাইবোন নেই। তারা চার ভাইবোন একই মায়ের সন্তান।
একাধিক বিয়ে করলেও তার মা ও তাদের প্রতি বাবা জুনায়েদ জামশেদের ভালোবাসার কোনো কমতি ছিল না বলেও জানালেন ছেলে বাবর জামশেদ। তিনি বলেন, এক্ষেত্রে তিনি পূর্ণরূপে দায়িত্ব পালন করতেন।
২০১৬ সালের ৭ ডিসেম্বর বিমান দুর্ঘটনায় নিহত হন জুনায়েদ জামশেদ। শুরুতে খ্যাতিমান পপ তারকা থাকলেও পরে তাবলিগের সঙ্গে সম্পৃক্ত হয়ে দ্বীনের কাজ শুরু করেন। তার শেষ সফরটিও ছিল দ্বীন প্রচারের উদ্দেশ্যেই। এ সফরেই তিনি বিমান দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
সূত্র : ডন ও ডেইলি জংগ
বিএইচ/