হৃদয় স্পর্শ করল আবু উবায়দার নতুন নাশিদ ‘পাপের পাহাড়’
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৯
-67b1e37a49cb2.jpg)
হৃদয়ে নাড়া দেওয়া অসংখ্য নাশিদ গেয়ে দেশের অন্যতম জনপ্রিয় ইসলামি সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আবু উবায়দা। এবারো গাইলেন চমৎকার আরও একটি নাশিদ। ‘পাপের পাহাড়’ শিরোনামের নাশিদটি এরই মধ্যে দর্শক-শ্রোতাদের মন কেড়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবার পর থেকেই ভক্তদের উচ্ছ্বাসভরা প্রশংসা পাচ্ছেন মায়াবি কণ্ঠের এই শিল্পী।
নেপালের বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে নাশিদটির শুটিং হয়েছে। জাদুময়ী কণ্ঠের পাশাপাশি ভিডিওর অসাধারণ দৃশ্যও নাশিদটিকে দর্শক-শ্রোতাদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।
এ প্রসঙ্গে আবু উবায়দা বলেন, ‘সবকিছু মিলিয়ে এটি একটি অসাধারণ প্রোডাকশন, যা আপনার হৃদয় স্পর্শ করবে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন, আল্লাহ আমাদের এই প্রয়াস কবুল করুন।’
‘পাপের পাহাড়’র সাউন্ড ডিজাইন করেছেন আহমেদ রাসেল, ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন মাহমুদুল হাসান, পরিচালনা করেছেন ফারুক তাহির এবং তত্ত্বাবধানে ছিলেন আবু হুরাইরাহ।
আবু উবায়দার ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত ৩১৪টি নাশিদ আপলোড করা হয়েছে। তার সর্বাধিক দেখা নাশিদটি হলো- ‘যদি নাত লিখতে লিখতে’। এটি ১ কোটিরও বেশি দর্শক দেখেছেন।
বিএইচ/