ঢাকায় ওএইচসিএইচআরের অফিস স্থাপনের পরিকল্পনার প্রতিবাদ আলেমদের
ধর্ম ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১৩:৫৩
জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা আলেমদের সংগঠন ‘সাধারণ আলেম সমাজে’র উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপনের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন দেশের আলেম সমাজ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা আলেমদের সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’র উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তরা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন।
তারা বলেন, সাধারণ আলেম সমাজ বাংলাদেশের সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ সংগঠন হিসেবে মনে করে, জাতিসংঘের এমন পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ জাতীয় ঐক্য, স্থানীয় সামাজিক আইন এবং ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাদের দাবি, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে প্রতিবাদ কেবল আলেম সমাজের কাজ নয়, এটা দেশের সকল নাগরিকের দায়িত্ব। মানবাধিকার বিষয়টি শুনতে খুব ভালো লাগলেও এর আড়ালে তারা দুনিয়াব্যাপী সমকামিতা ও ট্রানজেন্ডারকে প্রমোট করে আসছে। এজন্য আমরা এ পরিকল্পনার প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ আলেম সমাজের আহ্বায়ক মুফতি রিদওয়ান হাসান, লেখক ও এক্টিভিস্ট আসিফ আদনান, তানজিল আরেফিন আদনান, শিক্ষক মুফতি সাব্বির আহমদ, লেখক ও এক্টিভিস্ট এম মাহবুবুর রহমান, এক্টিভিস্ট আবু মুহাম্মদ রাফিউজ্জামান, এক্টিভিস্ট মাহমুদুল হক জালীস, লেখক রকিব মুহাম্মদ, উমারা হাবিব, ইউসুফ আহমাদ ও মাসউদুর রহমানসহ আরো অনেকে।
বিএইচ/