-67c3126d47d72.jpg)
পবিত্র মাহে রমজান মাগফিরাত ও ক্ষমার মৌসুম। আল্লাহ তায়ালা এ মাসে তাঁর বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন। হাদিস শরিফে রমজানের তিনটি বিশেষ আমল উল্লেখ রয়েছে, যেগুলো আদায় করলে তিনি ক্ষমা করবেন।
প্রথমটি হলো- ফরজ রোজা। মহান আল্লাহ যা শুধু রমজান মাসেই মুসলিম জাতিকে দান করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে রমজানের রোজা রাখে, তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যায়। (বুখারি, হাদিস : ৩৫)
দ্বিতীয়ত, কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে তারাবির নামাজ আদায় করবে । তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যাবে। (বুখারি, হাদিস : ৩৭)
এবং তৃতীয়ত লাইলাতুল কদর। এটি এমন একটি রাত, যা রমজান মাস ব্যতীত বছরের আর কোনো মাসে পাওয়া যায় না। এ রাত্রি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম। এই রাত্রিতে মহাগ্রন্থ আল-কোরআন নাজিল করা হয়েছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি শবে কদরে কিয়ামুল লাইল করবে ঈমান ও সওয়াব প্রাপ্তির আকাঙ্ক্ষা নিয়ে, আল্লাহ পাক তার অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন। (বুখারি, হাদিস : ২০১৪) আল্লাহ আমাদের সবাইকে তাঁর হুকুম মতো জীবনযাপনের তাওফিক দান করেন। আমীন