-67c45ad4348b0.jpg)
সুন্নাত অনুসরণ করে জীবনযাপন করলে মুসলমানদের প্রতিটি মুহূর্তই ইবাদত। আর ইবাদতের ভরা মৌসুম হলো পবিত্র রমজান মাস। এই মাসের প্রতিটি মুহূর্তই মুসলমানদের কাছে অত্যন্ত দামী। তেমনই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো ইফতার গ্রহণের পরবর্তী সময়।
রাসুল (রা.) ইফতারের পরের সময়টাকেও কাজে লাগাতেন এবং এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো- ‘জাহাবাত-তামায়ু ওয়াব তাল্লাতিল উরুকু ওয়া ছাবাতাল আজরু ইনশাআল্লাহ! (আবু দাউদ ১/৩২১, হাদিস : ১/৩২১) অর্থ : পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সতেজ হলো আর সওয়াব লিপিবদ্ধ হলো ইনশাআল্লাহ।
জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি রাসুল (সা.)-এর সুন্নাত অনুসরণ করি, তাহলে আমাদের জীবন আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, ‘প্রকৃতপক্ষে, তোমাদের মধ্যে যারা পরকালের আশা রাখে এবং আল্লাহকে খুব বেশি করে স্মরণ করে, তাদের জন্য রাসুলুল্লাহর জীবনে এক সর্বোত্তম আদর্শ রয়েছে।’ (সুরা আহজাব, আয়াত : ২১)