Logo

ধর্ম

‎রমজানে জুমার ফজিলত ও গুরুত্ব

Icon

তানবির শেখ

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১১:১৫

‎রমজানে জুমার ফজিলত ও গুরুত্ব

‎‎চলছে মাহে রমজান! রহমতের বার্তা নিয়ে বান্দা হাজির। রহমতের প্রথম দশকের ৬ষ্ঠ রোজায় আজকে পড়েছে বরকতময় এই জুমা। এই দিন সম্পর্কে পবিত্র  কুরআন ও হাদিসে এর বিশেষ গুরুত্ব এসেছে।

‎‎পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন,

‎‎یٰۤاَیُّہَا  الَّذِیۡنَ  اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِیَ لِلصَّلٰوۃِ مِنۡ یَّوۡمِ الۡجُمُعَۃِ  فَاسۡعَوۡا اِلٰی ذِکۡرِ اللّٰہِ  وَ ذَرُوا  الۡبَیۡعَ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ  لَّکُمۡ   اِنۡ  کُنۡتُمۡ  تَعۡلَمُوۡنَ.

‎‎ ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পার’ (সুরা জুমুআ, আয়াত : ৯)।

‎‎বিভিন্ন হাদিসে জুমার দিনের ফজিলত বর্ণিত হয়েছে। এখানে জুমার দিনের ফজিলত সম্পর্কিত একটি হাদিস তুলে ধরা হলো

‎‎হাদিসে জুমার গুরুত্ব
‎এই দিনটি মুসলিমদের সমাবেশের দিন হিসেবে পরিচিত। তাই এই দিনটি ‘ইয়াওমুল জুমা’ বা জুমা দিবস হিসেবে অভিহিত হয়। হাদিসে এসেছে, ‘আল্লাহ তাআলা নভোমণ্ডল, ভূমণ্ডল ও সমস্ত জগৎকে ছয়দিনে সৃষ্টি করেছেন। এই ছয়দিনের শেষ দিন ছিল জুমার দিন’ (মুসলিম : ২৭৮৯)।

‎‎আরও এসেছে, ‘যে দিনগুলোতে সূর্য উদিত হয়, তাদের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে, জুমার দিন। এই দিনেই আদম আলাইহিস সালাম সৃষ্ট হন, এই দিনেই তাকে জান্নাতে দাখিল করা হয় এবং এই দিনেই তাকে জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়। কেয়ামতও এই দিনেই সংঘটিত হবে’ (মুসলিম : ৮৫৪)।

‎‎এছাড়া, ‘এই দিনে এমন একটি মুহূর্ত আছে, যাতে মানুষ যে দোয়া করে, তা কবুল হয়’ (বুখারী : ১৯৩৫, মুসলিম : ৮৫২)।

‎জুমার দিনে করণীয়
‎জুমার দিনটি পালন করার কিছু গুরুত্বপূর্ণ বিধি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হল :

  • ‎‎গোসল করা!
  • মিসওয়াক করা!
  • উত্তম পোশাক পরা!
  • ‎‎সুগন্ধি ব্যবহার করা!
  • মসজিদে গায়ের ওপর দিয়ে সামনের দিকে না যাওয়া!
  • নফল সালাত আদায় করা!
  • হেঁটে মসজিদে যাওয়া!
  • ফরজ সালাতের আগে ও পরে দুই-চার রাকাত নফল সালাত আদায় করা!
  • গায়ে তেল ব্যবহার করা!
  • ঘুমের ভাব হলে বসার জায়গা পরিবর্তন করা!
  • ‎‎ইমামের খুতবা দেওয়ার সময় দুই হাঁটু উঠিয়ে না বসা!
  • খুতবার সময় ইমামের কাছাকাছি বসা!
  • বেশি বেশি প্রার্থনা (দোয়া) করা!

‎এই কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এ জুমা ও তার পূর্ববর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহের কাফফারা হয়ে যাবে। (আবু দাউদ : ৩৪৩)

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর