Logo

ধর্ম

রোজা অবস্থায় কি ইনহেলার ব্যবহার করা যাবে?

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৫:৫০

রোজা অবস্থায় কি ইনহেলার ব্যবহার করা যাবে?

আমাদের মধ্যে কেউ কেউ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত। দিনে তাদের একাধিকবার ইনহেলার ব্যবহার করতে হয়। এখন প্রশ্ন হলো- রোজা অবস্থায় কি তারা ইনহেলার ব্যবহার করতে পারবেন?

এক্ষেত্রে সমাধান হচ্ছে- রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। তাই সম্ভব হলে সেহরির শেষ সময় এবং ইফতারের প্রথম সময় ইনহেলার ব্যবহার করতে হবে। আর রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

তবে শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তি যদি বেশি অসুস্থ হন এবং দিনে ইনহেলার ব্যবহার করতে বাধ্য হয়ে পড়েন, সেক্ষেত্রে সেটা করবেন। এই পরিস্থিতিতে তার অন্তত ৩টি বিষয় করণীয় রয়েছে। 

সেগুলো হলো :

১. বেশি অসুস্থতার কারণে দিনের বেলা ইনহেলার ব্যবহার করলেও অন্যান্য পানাহার থেকে বিরত থাকবেন। 

২. পরবর্তী সময়ে রোগ ভালো হলে এর কাজা করে নেবেন।

৩. এবং ওজর যদি আজীবন থাকে, তাহলে ছুটে যাওয়া রোজাগুলোর ফিদয়া আদায় করে দেবেন।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর