
পাপে নিমজ্জিত পৃথিবীকে পরিশুদ্ধ করার জন্য মহান প্রভুর নিকট থেকে রহমতস্বরূপ আমাদের নিকট আগমন ঘটে রমজান মাসের। পবিত্র এ মাস আমাদের নিকট আগমন করে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে। তাইতো অন্যান্য মাস থেকে এ মাস আলাদা। একাধিক কারণে এ মাসের মর্যাদা অন্য সকল মাস অপেক্ষা অধিক। তার মধ্যে কয়েকটি কারণ নিম্নে উল্লেখ করা হলো—
পবিত্র এ মাসেই বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছিলো রাসূলুল্লাহ (সা.)-এর ওপর। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘রমজান মাস, এতে নাজিল হয়েছে কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার পার্থক্যকারী।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)
শুধু তাই নয়, মহিমান্বিত শবে কদরের রজনী তো এ মাসেই। কোরআন নাজিলের জন্য যার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে হাজারগুণ। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই আমি এটা (কোরআন) কদর রাতে নাজিল করলাম। আর আপনি কি জানেন, মহিমান্বিত রাত কী? কদর (মহিমান্বিত) রাত, হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে প্রত্যেক বরকতপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতা ও রুহ (জিবরাঈল) (দুনিয়াতে) অবতীর্ণ হয়, স্বীয় রবের নির্দেশে। সে রাতে সম্পূর্ণ শান্তি ফজর পর্যন্ত বিরাজিত থাকে। (সুরা কদর)
রমজান মাসে আল্লাহ তায়ালা আমাদের ওপর সম্পূর্ণ এক মাস রোজা ফরজ করেছেন। যা রমজান ব্যাতিত অন্য মাসে ফরজ নয়। এ সম্পর্কে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৩) অন্য আয়াতে ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তিই এ মাস পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)
এ মাস জাহান্নাম থেকে মুক্তি আদায়ের মাস। রমজানের সঙ্গে নাজাত, মাগেফেরাত সম্পর্কিত। পবিত্র এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। সহিহ মুসলিম শরিফের একটি হাদিসে বলা হয়েছে, ‘যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।’
রমজান হলো ইবাদতের মৌসুম। তাই এ মাসের প্রতিটি মুহূর্ত যতটা সম্ভব আল্লাহর হুকুম অনুযায়ী কাটানোর চেষ্টা করা উচিত। এর সঠিক ব্যবহার করে আমরা নিজেদের পরিশুদ্ধ করতে পারলে তবেই এ রমজান আমাদের জন্য সেরা রমজান হয়ে উঠবে।
লেখক : শিক্ষার্থী, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী
মেইল : smraihanuddin550@gmail.com
- বাংলাদেশের খবরের ইসলাম বিভাগে লেখা পাঠান এই মেইলে- bkislamic247@gmail.com
ডিআর/বিএইচ