পবিত্র কোরআনের ১১৪টি সুরাকে ৩০ ভাগে ভাগ করা হয়েছে। পরিভাষায় যেগুলোকে পারা বলা হয়। মাহে রমজানে বাংলাদেশের খবরের পাঠক-শ্রোতাদের দিনে এক পারা করে তিলাওয়াত উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। তিলাওয়াত করেছেন রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মাদরাসাতুল মারওয়াহর প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা কারী মাঈনুদ্দীন ওয়াদুদ।
বুধবার (১৮ রমজান, ১৯ মার্চ) রইল ১৮তম পারার তিলাওয়াত। আজকের তিলাওয়াতে রয়েছে সুরা মুমিনুন, সুরা নুর ও সুরা ফুরকানের প্রথম ২০ আয়াত।
সুরা মুমিনুরের সারমর্ম
আল মুমিনুন (মুমিনগণ), পবিত্র কোরআনের ২৩তম সুরা এটি। এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১১৮টি।
প্রথম আয়াত قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ থেকে সুরার নাম গৃহীত হয়েছে। এই সূরার মূল বক্তব্য হচ্ছে চারিত্রিক গুণাবলী যা মুমিন বা বিশ্বাসী হওয়ার ‘বীজতলা’ বা মূলভিত্তি। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সেই রূপ পরিবেশের যখন সত্যকে অস্বীকার করা হয় এবং সত্যের অনুসারীদের অত্যাচার ও অপমানে জর্জরিত করা হয়। সত্য এক, অদ্বিতীয় এবং সন্দেহাতীত এবং শেষ পর্যন্ত সত্য চিরস্থায়ী। যারা পাপের রাস্তায় থাকে তাদের শেষ মুহূর্তের অনুতাপ গ্রহণযোগ্য হবে না।
ডিআর/বিএইচ