পবিত্র কোরআনের ১১৪টি সুরাকে ৩০ ভাগে ভাগ করা হয়েছে। পরিভাষায় যেগুলোকে পারা বলা হয়। মাহে রমজানে বাংলাদেশের খবরের পাঠক-শ্রোতাদের দিনে এক পারা করে তিলাওয়াত উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। তিলাওয়াত করেছেন রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মাদরাসাতুল মারওয়াহর প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা কারী মাঈনুদ্দীন ওয়াদুদ।
সোমবার (২৩ রমজান, ২৪ মার্চ) রইল ২৩তম পারার তিলাওয়াত। আজকের তিলাওয়াতে রয়েছে সুরা ইয়াসিনের প্রথম ২২ আয়াত থেকে শেষ পর্যন্ত, সুরা সাফফাত, সুরা সোয়াদ ও সুরা ঝুমারের প্রথম ৩১ নম্বর আয়াত পর্যন্ত।
সুরা ঝুমারের সারমর্ম
আলোচ্য সুরায় মানবসৃষ্টির সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত বর্ণনা করা হয়েছে। এই সুরার প্রধান আলোচ্য বিষয় আল্লাহর একত্ববাদ, আল্লাহর অস্তিত্বের প্রমাণ, কোরআন ও ওহি। কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে—এ কথার মাধ্যমে সুরাটি শুরু হয়েছে।
এরপর আল্লাহর সত্বা ও গুণাবলিতে শিরকের সম্ভাবনা নাকচ করা হয়েছে। আসমান-জমিনের সৃষ্টি, রাত-দিন, চন্দ্র-সূর্য, মাটির বৈশিষ্ট্য ইত্যাদি বর্ণনা করে আল্লাহর অসীম কুদরতের কথা জানানো হয়েছে।
মুমিন ও কাফিরের মধ্যে তুলনামূলক পর্যালোচনা করা হয়েছে। সুরাটি শেষ হয়েছে মানুষকে দুইভাগে ভাগ করার মাধ্যমে। একদল মুমিন আর অন্যদল কাফির।
আদেশ-নিষেধ-হেদায়েত
১. আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের পছন্দ করেন। (আয়াত : ৭)
২. কেউ কারো পাপের বোঝা বহন করবে না। (আয়াত : ৭)
৩. আল্লাহকে ভুলে যেও না। (আয়াত : ৮)
৪. তাহাজ্জুদ আদায় করো। (আয়াত : ৯)
৫. আল্লাহকে ভয় করো। (আয়াত : ১০)
৬. আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। (আয়াত : ১২)
৭. পরিবারে ধর্মহীনতার চর্চা করো না। (আয়াত : ১৫)
৮. উত্তম কথা গ্রহণ করো। (আয়াত : ১৮)
৯. মানুষের প্রতি কঠোরহূদয় হয়ো না। (আয়াত : ২২)
১০. কোরআন পাঠে মুমিন হূদয় বিগলিত হয়। (আয়াত : ২৩)
১১. কোরআন সহজ ও সাবলীল। (আয়াত : ২৮)
১২. আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না। (আয়াত : ৩৬)
১৩. মানবীয় জ্ঞান মুক্তির জন্য যথেষ্ট নয়। (আয়াত : ৪৯)
১৪. আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। (আয়াত : ৫৩)
১৫. মুত্তাকিদের আল্লাহ রক্ষা করেন। (আয়াত : ৬১)
ডিআর/বিএইচ