Logo
Logo

ধর্ম

বান্দার তাওবার দৃশ্য আল্লাহর খুব পছন্দের : আজহারী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬

বান্দার তাওবার দৃশ্য আল্লাহর খুব পছন্দের : আজহারী

ছবি : ফেসবুক থেকে নেওয়া

বান্দার তাওবার দৃশ্য আল্লাহর খুব পছন্দের বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। বুধবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি।

আজহারী বলেন, ‘তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ডো পছন্দ করেন। বান্দা যখন ভুল বুঝতে পেরে মাথা নিচু করে কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহর রহমতের দরিয়ায় জুশ খেলে যায়। তখন বান্দা যা চায়, আল্লাহ তাই দিয়ে দেন।’

ভুল করে ভুলের ওপর অটল না থেকে রবের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,‘চোখের পানির অনেক পাওয়ার। আমরা যেন ভুল করে অটল না থাকি, তাওবা করে ফিরে আসি তাঁর দরবারে। রব্বুল আলামিনের দরবার সবসময়ই খোলা।’

তওবার দৃশ্যটি দেখতে আল্লাহ কতটা পছন্দ করেন তার দৃষ্টান্ত দিয়ে নন্দিত এই ইসলামি স্কলার বলেন, ‘রাসুল (সা.) বলেছেন, তোমরা যদি ভুল না করতে তবে আল্লাহ তোমাদের ধ্বংস করে এমন এক জাতি সৃষ্টি করতেন, যারা খালি ভুল করত আর মাফ চাইত এবং আল্লাহ তাদের মাফ করে দিতেন।’

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর