
ছবি : সংগৃহীত
কিছুদিন আগে ওয়াজের মধ্যে রাসুল (সা.)-কে ‘কাউবয়’ (রাখাল) বলে সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় ব্ক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এবার ওই ইস্যুতে মুখ খুললেন আরেক আলোচিত বক্তা মাওলানা তারেক মনোয়ার।
বুধবার মাওলানা তারেক মনোয়ারের ওয়াজের একটি ভিডিও ক্লিপ বাংলাদেশের খবরের নজরে আসে। সেখানেই তাকে ‘কাউবয়’ ইস্যুতে মাওলানা আজহারীর ভুল শুধরে দিতে দেখা যায়।
মাওলানা তারেক মনোয়ার বলেন, ‘কাউবয় একটি বিশেষ ইসতেলাহ (পরিভাষা)। এজন্য মিজান! তুমি এ শব্দ ইউজ (ব্যবহার) করবা না।’
এ সময় তিনি বলেন, ‘মক্কাতে কাউ (গরু) কম, সেখানে ছাগল বেশি। আর সব নবীই ছাগল চরিয়েছেন। এজন্য তাদের ‘গোটবয়’ বলতে পারেন, কাউবয় না।’ এদিকে খেয়াল রেখেই তিনি মাওলানা আজহারীকে এরকম শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে পরামর্শ দেন।
বিএইচ/