লালমনিরহাটে আজহারীর মাহফিল ঘিরে রেলে অতিরিক্ত ১৭ কোচ
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:০৬
জনপ্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে লালমনিরহাটে ব্যাপক লোকসমাগমের সম্ভাবনায় মুসল্লিদের সুবিধার্থে অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু করেছে রেল বিভাগ।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেল বিভাগের এক কর্মকর্তা। লালমনিরহাট পৌঁছে জোহরের নামাজ শেষে বয়ান পেশ করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারীর।
শুক্রবার রাত থেকেই ময়দানে অবস্থান নিয়েছেন আজহারীর ভক্তরা। তাদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা টহল দিচ্ছেন।
মাহফিলকে ঘিরে শুক্রবার রাতেই মাহফিলের মূল মাঠে কম্বল, চাদর নিয়ে অবস্থান নেন মুসল্লি ও ভক্তরা। দূরদূরান্ত থেকে আসা লোকজন চাদর-কম্বল নিয়ে রাতের কনকনে শীতে মাঠেই রাত্রিযাপন করেছেন। গত রাতেই প্রায় ২ লাখ মানুষের সমাগম হয় মাহফিল ময়দানে। আর সকাল থেকে মানুষের এই চাপ আরও বাড়তে শুরু করে।
এই মাহফিলে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। মূল প্যান্ডেল ছাড়াও মোট পাঁচটি মাঠ প্রস্তুত করা হয়েছিল। মাহফিল ঘিরে তৎপর ছিল লালমনিরহাটের আইনশৃঙ্খলা বাহিনী।
ইসলামিক সোসাইটি লালমনিরহাট নামের সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়। এ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিএইচ/