বিশেষজ্ঞ তিন আলেম | ছবি : সংগৃহীত
ইসলাম প্রচারের জন্য ওয়াজ মাহফিল উপমহাদেশের মুসলিমদের প্রাচীন ঐতিহ্য। বিশেষত শীতকালকে কেন্দ্র করে গ্রামে-গঞ্জে নানা উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলটা অনেক ক্ষেত্রে ধর্মীয় উৎসবের আমেজ নিয়ে হাজির হয়। মাহফিলের প্রচারের জন্য আমাদের দেশে মাইকিং, ব্যানার, হ্যান্ডবিল, পোস্টার ইত্যাদি ব্যবহারের প্রচলন রয়েছে। তবে হ্যান্ডবিল-পোস্টারের যে ঐতিহ্যবাহী রীতি, অনেককেই দেখা যাচ্ছে- সেখান থেকে বেরিয়ে আসছেন; বক্তাদের নামের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তাদের ছবিও। প্রশ্ন হচ্ছে- ইসলামে ছবি হারাম হওয়া সত্ত্বেও ইসলামি অনুষ্ঠানে তার ব্যবহার কতটা উপযুক্ত- সে বিষয়ে মতামত দিয়েছেন দেশের বিশেষজ্ঞ তিনজন আলেম।
মুফতি মানসুর আহমাদ
প্রিন্সিপাল, জামিয়া আরাবিয়া বাইতুস সালাম ও খতিব, মেঘনাগ্রুপ কেন্দ্রীয় জামে মসজিদ
‘প্রিন্ট করা ছবি বিশেষ প্রয়োজনেই শুধুমাত্র জায়েজ। বিনাপ্রয়োজনে অবশ্যই নাজায়েজ। ইসলামি মাহফিলগুলো সাধারণত মানুষের হেদায়েতের বাণী শোনানোর জন্য আয়োজন করা হয়, এখানে যদি বক্তাদের নামের সঙ্গে অহেতুক ছবি যুক্ত করা হয়, তাহলে যেন ছবি হারাম হওয়ার বিষয়টি হালকা করে দেওয়া হলো। পাশাপাশি এটা ধর্মীয় ঐতিহ্যেরও পরিপন্থী। মাহফিলের ঐতিহ্য হলো ছবিবিহীন পোস্টার করা, সেখানে এটা অহেতুক- এটা থেকে বেঁচে থাকা জরুরি।’
হাফেজ মাওলানা আব্দুল হাফিজ মারুফ
সিনিয়র ইমাম ও প্রকল্প প্রধান, মসজিদ উত তাকওয়া সোসাইটি, ধানমন্ডি-ঢাকা
‘আমাদের জীবনের সবকিছু কোরআন-সুন্নাহর মধ্যে পেয়ে যাই। কোরআন-সুন্নাহ যা সমর্থন করে, তা ভালো কাজ, এর বাইরে যা রয়েছে, তা যতই সুন্দর হোক না কেন, সেটা পরিত্যাজ্য। দ্বীন প্রচারের লক্ষ্যে মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি দেওয়া তরুণদের কাছে চাকচিক্যময় মনে হলেও, এটি খুবই গর্হিত কাজ। কারণ, প্রিন্টিং ছবির ব্যাপারে হাদিসে যে ভয়াবহতা তুলে ধরা হয়েছে, তা তাদের কাছে স্পষ্ট নয়। অথচ রাসুল (সা.) এ বিষয়ে উম্মতকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন। কেয়ামতের দিন সবচেয়ে বেশি আজাব দেওয়া হবে, যারা ছবি অঙ্কন করত। ওয়াজ মাহফিলের মতো দ্বীনি কাজে ছবি ব্যবহারের এমন নাজায়েজ কাজ করাটা খুবই গর্হিত ব্যাপার। মাহফিলে কোরআন-সুন্নাহর আলোচনা হয়, সেখানেই যদি এর বিপরীত কাজ হয়, তাহলে আমাদের প্রতাশিত ফলাফল অর্জিত হবে না। এজন্য বিশেষত আয়োজকদের উচিৎ এক্ষেত্রে সতর্ক থাকা ‘
মুফতি ইমরানুল বারী সিরাজী
খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান-ঢাকা
‘দাওয়াতি কাজের প্রচার-প্রসার হওয়া দরকার। তবে প্রচারের ক্ষেত্রে যতটুকু শরিয়ত অনুমোদন করে এবং প্রয়োজন, ততটুকু অবলম্বন করাই ভালো। বিনা প্রয়োজনে ছবি ব্যবহার করা ঠিক নয়। ওয়াজ মাহফিলগুলো উম্মতের হেদায়েতের মাধ্যম। মনে রাখতে হবে, এই ওয়াজ মাহফিলগুলো বিনোদনের জন্য নয়। আমাদের এমন কাজ করতে হবে, যার মাধ্যমে দাওয়াতি কাজ প্রশ্নবিদ্ধ না হয়ে; বরং আরও সুন্দর হয়। মাহফিলের পোস্টারে ছবি দেওয়া সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।’
- বাংলাদেশের খবরের ইসলাম বিভাগে লেখা পাঠান এই মেইলে- [email protected]
বিএইচ/