বাহিরদিয়া মাদ্রাসার ইসলাহী ইজতেমায় অংশ নেবেন দেশবরেণ্য আলেমরা
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪
ফরিদপুরের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজিয়ার (বাহিরদিয়া মাদ্রাসা) ইসলাহী ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফ্রেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির শিক্ষক মুফতি ফখরুদ্দীন (সিলেটি হুজুর) বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ১০, ১১ ও ১২ ফ্রেব্রুয়ারি (সোম, মঙ্গল ও বুধবার) এবারের ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।
মুফতি ফখরুদ্দীনের দেওয়া তথ্যমতে- ইজতেমার তিন দিনই দেশবরেণ্য আলেমরা বয়ান করবেন। বিশেষকরে প্রথম দিন বয়ান পেশ করবেন গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ, দ্বিতীয় দিন মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক (রহ.)-এর খলিফা মুফতী সোহাইল এবং তৃতীয় দিন কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইআতুল উলয়া ও সর্ববৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান (শায়েখে যাত্রাবাড়ী) ও যশোরের মাছনা মাদ্রাসার মুফতি ইয়াহহিয়া।
বরাবরের মতো এবারো উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বিশেষ নসীহত পেশ করবেন বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম ও সর্বজনশ্রদ্ধেয় আলেম মাওলানা মোহাম্মদ আকরাম আলী। তিনি সকলকে ইজতেমায় উপস্থিত হওয়ার জন্য বিশেষ দাওয়াত দিয়েছেন।
বিএইচ/