ঐতিহাসিক বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম মাহফিলের তারিখ ঘোষণা

ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৬
-67b1bd41969f2.jpg)
হাজী শরীয়ত-উল্লাহ (রহ.)-এর আস্তানা খ্যাত ঐতিহাসিক বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম ওয়াজ মাহফিলের তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১৯, ২০ ও ২১) শরীয়তপুর জেলার শিবচরের বাহাদুরপুর ময়দানে তিন দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিল পরিচালনা করবেন হাজী শরীয়ত-উল্লাহ (রহ.)-এর ৭ম উত্তরসুরী, বাহাদুরপুরের পীর ও ফরায়েজী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। আর মাহফিল আয়োজন ও প্রচারে রয়েছে ফরায়েজী আন্দোলন বাংলাদেশ।
বিএইচ/