Logo

জাতীয়

বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ পুনর্বহাল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৬:১৭

বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ পুনর্বহাল

বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি পুনর্বহাল করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) উপসচিব নীলিমা আফরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৭ এপ্রিল তার সই করা একটি অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’। 

তবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি তখন এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। 

অবশেষে জনগণের দাবির মুখে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শর্তটি পুনর্বহাল করল। 

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর