নববর্ষে বিডিসির ১০ দিনব্যাপী আবাসন মেলা
বুকিংয়ে নগদ ছাড়-নিশ্চিত উপহার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৫:৪৬
বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি (বিডিসি) আয়োজন করেছে ১০ দিনব্যাপী বিশেষ বৈশাখী আবাসন মেলা।
মেলা শুরু হয়েছে ১৪ এপ্রিল এবং চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এই মেলা উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার-মেলা চলাকালীন সময় প্লট বুকিং করলেই কাঠা প্রতি মিলবে নগদ ১ লাখ টাকা মূল্যছাড় এবং থাকছে বিশেষ উপহার হিসেবে এয়ার কন্ডিশন (এসি)।
মতিঝিল থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশেই ৩৫ শত বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিডিসির সাউথ টাউন আবাসিক প্রকল্প। এখানে শপিং মল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিনোদন পার্ক ও নয়নাভিরাম প্রাকৃতিক লেকসহ নাগরিক জীবনের সকল আধুনিক সুবিধা রাখা হয়েছে।
বিডিসি কর্পোরেট অফিস (বসুন্ধরা), মতিঝিল অফিস (বিসিআইসি ভবন), এবং প্রকল্প এলাকা (সাউথ টাউন, কেরানীগঞ্জ) থেকে সরাসরি মেলা পরিদর্শন করতে পারবেন আগ্রহীরা।
বিক্রয় সুবিধা
মেলায় বিডিসি এককালীন ও কিস্তি সুবিধায় বিক্রি করছে ২.৫, ৩, ৫, ৭.৫ ও ১০ কাঠার প্লট। রেডি প্লট কিনলে সঙ্গে সঙ্গেই মিলবে সাফ-কবলা রেজিস্ট্রির সুবিধা। এ প্রসঙ্গে বিডিসির উপ-মহাব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান জানান, বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় এরই মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। ক্রেতারা সরেজমিনে প্রকল্প ভিজিট করে প্লট বুকিং দিচ্ছেন এবং অনেকে ইতিমধ্যে বাড়ি নির্মাণ শুরু করেছেন বলেও জানান তিনি।
বিডিসির চলমান প্রকল্পসমূহ
বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (বিডিসি) বাংলাদেশ ডেভেলপমেন্ট গ্রুপের (বিডিজি) একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি ঢাকার চার প্রবেশপথে গড়ে তুলেছে চারটি পরিকল্পিত স্মার্ট সিটি প্রকল্প-সাউথ টাউন (কেরানীগঞ্জ), ইস্ট টাউন (মদনপুর, নারায়ণগঞ্জ), নর্থ টাউন (টঙ্গী গুটিয়া) ও ওয়েস্ট টাউন (হেমায়েতপুর, ধল্লা)।
প্রতিটি প্রকল্পেই রয়েছে প্রশস্ত রাস্তা, স্কুলকলেজ, মসজিদ-মাদ্রাসা, হ্যালিপ্যাড, শপিংমল ও অন্যান্য আধুনিক সুবিধা। এই প্রকল্পগুলোতে আবাসন সুবিধা পেয়েছে প্রায় ০.১০ মিলিয়ন মানুষ। নির্মাণ হয়েছে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স ও সিমপ্লেক্স বাড়ি, বহুতল আবাসিক-বাণিজ্যিক ভবন ও খেলার মাঠসহ নানা অবকাঠামো।
বিশেষভাবে উল্লেখযোগ্য ‘সাউথ টাউন স্মার্ট সিটি’ প্রকল্পটি, যা পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ৩,৫০০ বিঘা জমিতে গড়ে উঠছে। পদ্মা সেতুর কারণে এই অঞ্চলে গড়ে উঠছে হংকংয়ের আদলে নতুন শহর, বিমানবন্দর, আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স, ঢাকা-কোলকাতা রেলজংশন ও স্টেশন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল।
অ্যাপার্টমেন্ট প্রকল্প
বিডিসি রাজধানীর বসুন্ধরা, গুলশান, মতিঝিল, ধানমন্ডি প্রভৃতি অভিজাত এলাকায় ‘সোনালী স্বপ্ন’ ব্র্যান্ডের অধীনে অ্যাপার্টমেন্ট প্রকল্প শুরু করেছে। এখানে থাকছে সাধারণ অ্যাপার্টমেন্টের পাশাপাশি কন্ডোমিনিয়াম প্রজেক্ট। বাংলাদেশের প্রথম সম্পূর্ণ গ্রিন কনসেপ্ট অ্যাপার্টমেন্ট বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে বিডিসি, যেখানে থাকছে বিশুদ্ধ বাতাস, পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও সবুজ পরিবেশ-অর্থাৎ যান্ত্রিক জীবনের মধ্যেও মিলবে ইকো-ফ্রেন্ডলি জীবন যাপনের সুযোগ।
মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত-সবার সাধ্যের মধ্যেই আবাসনের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিডিসি।
যোগাযোগ
কর্পোরেট অফিস : প্লট-৩১৪/এ, রোড-১৮, ব্লক-ই, বসুন্ধরা আবাসিক এলাকা
মতিঝিল অফিস : বিসিআইসি ভবন (৪র্থ তলা), ৩০-৩১ দিলকুশা, ঢাকা
প্রকল্প এলাকা : সাউথ টাউন, বাঘৈর, কেরাণীগঞ্জ, ঢাকা (ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন)
এমএএস/এমআই