Logo

রাজনীতি

কেমন বিকল্পধারা চেয়েছিলেন বি. চৌধুরী?

ফারিহা আহমেদ তন্নী

ফারিহা আহমেদ তন্নী

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তার গঠিত দল ‘বিকল্পধারা বাংলাদেশ’কে দেখতে চেয়েছিলেন অহিংস রাজনৈতিক সংগঠন হিসেবে। যে দলের ভাষা হবে অন্তর্ভুক্তিমূলক, শান্তিময় ও সম্মানজনক। এটি হবে সিঙ্গেল ইউনিট পার্টি এবং পেশিশক্তি প্রদর্শন নিষিদ্ধ থাকবে। এ দলে পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো স্থান থাকবে না। ‘বিকল্পধারা’কে কেমন দেখতে চেয়েছিলেন তা জানিয়ে মৃত্যুর আগে ৯ দফা নির্দেশনা প্রদান করে যান তিনি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় বি. চৌধুরীর বাসভবন ‘মায়া-বি’তে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিকল্পধারার মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী। দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক সংস্কার বিষয়েও কথা বলেন তিনি।

গত ৪ অক্টোবর দিবাগত রাত সোয়া তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বি. চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুর এক সপ্তাহ আগে দলের বিষয়ে ৯ দফা নির্দেশনা প্রদান করেন বলে জানান তাঁর ছেলে ও বিকল্পধারার মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী (মাহী বি. চৌধুরী)। সংবাদ সম্মেলনে তিনি বি. চৌধুরী প্রণীত ৯ দফা নির্দেশনা তুলে ধরেন।

যেমন বিকল্পধারা চেয়েছিলেন বি. চৌধুরী বা ৯ দফা নির্দেশনা

১. প্রজন্ম পরিবর্তন

৯ দফা নির্দেশনার শুরুতেই বি. চৌধুরী গুরুত্ব দেন প্রজন্ম পরিবর্তনের ওপর। প্রতি ২০ বছর পর গঠনতন্ত্রে ব্যাপক সংশোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রজন্মের কাছে বিকল্পধারার দায়িত্ব হস্তান্তর করতে হবে বলে তিনি নির্দেশনা দেন।

২. দলীয় কাঠামো

দলীয় কাঠামো গঠনে তিনটি নির্দেশনা প্রদান করা হয়। যেখানে বলা হয়-

ক. বিকল্পধারা হবে সিঙ্গেল ইউনিট পার্টি।

খ. ব্যক্তিতান্ত্রিক নেতৃত্বের ঊর্ধ্বে উঠে বিকল্পধারায় সমন্বিত ও যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

গ. বিকল্পধারাকে কর্মসূচিভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।

৩. দলীয় দর্শন

বিকল্পধারার দর্শনের ভিত্তি হবে তিনটি মূলনীতি-

ক. আধ্যাত্মিকতা/রুহানিয়াত হবে দলের দর্শনের মূলভিত্তি। স্রষ্টা ও সৃষ্টির সঙ্গে সংযোগ স্থাপন, সত্যের অনুসন্ধান এবং অহংকার থেকে মুক্তির মাধ্যমে দল পরিচালিত হবে।

খ. দলের দর্শনে প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে এবং

গ. দলের চূড়ান্ত লক্ষ্য হবে সামষ্টিক জাতীয় সুখ।

৪. রাজপথের রাজনীতি

বিকল্পধারা দৃশ্যমান রাজনৈতিক সংস্কৃতির চর্চা করবে।

৫. রাজনৈতিক ভাষা

কাঁদা ছোড়াছুড়ি অসুস্থ রাজনৈতিক ট্রেন্ডে গা না ভাসিয়ে বি. চৌধুরী চেয়েছিলেন, বিকল্পধারার রাজনৈতিক ভাষা হবে অন্তর্ভুক্তিমূলক, শান্তিময় ও সম্মানজনক।

৬. অহিংস রাজনৈতিক সংগঠন

বিকল্পধারা হবে একটি অহিংস ও রক্তপাতহীন রাজনৈতিক সংগঠন। এটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নান্দনিক ধাঁচের রাজনৈতিক দল হিসেবে প্রজন্মের কাছে উপস্থাপিত হবে। এছাড়া বিকল্পধারা একটি সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করবে।

৭. নিজস্ব অর্থে পরিচালিত

বিকল্পধারা নিজস্ব অর্থে পরিচালিত হবে। দলের জন্য শুধু সদস্যদের থেকে অনুদান গ্রহণ করা যাবে।

৮. ক্ষমতার মালিকানা

বিকল্পধারা বিশ্বাস করে, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তায়ালা এবং রাষ্ট্রের জনগণ সেই ক্ষমতা উপভোগ করবে। সরকার কেবল রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হবে। বিকল্পধারায় পেশিশক্তি প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

৯. গণতান্ত্রিক নেতৃত্ব

দলের প্রতিটি পদে গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্যতার ভিত্তিতে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বিকল্পধারায় পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো স্থান থাকবে না।

বিকল্পধারার রাজনৈতিক প্রবক্তা বি. চৌধুরীর ৯ দফা নির্দেশনা অনুযায়ী দল পুনর্গঠন করে দ্রুতই আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এর মাধ্যমে দলটি তার দ্বিতীয় যাত্রা শুরু করবে বলে জানান মুখপাত্র মাহী বি. চৌধুরী।

গত ২৩ সেপ্টেম্বর বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটিসহ জেলা, উপজেলা, মহানগর ও অন্যান্য কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নির্বাহী কমিটি বিলুপ্ত করার পর একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এফএটি/এইচকে/এমএইচএস/এনজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর