Logo

গণমাধ্যম

খুঁজে পাওয়া যাচ্ছে না ডেইলি বাংলাদেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৩

অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি বাংলাদেশ’র ওয়েবসাইট খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকজন পাঠক সামাজিক যোগাযোগমাধ্যমে এই সমস্যা নিয়ে অভিযোগ করেছেন।

পাঠকদের দাবি, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল থেকে ডেইলি বাংলাদেশের ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে গেলে বিভিন্ন ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছে। কেউ কেউ বলছেন, এটি কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে হতে পারে। আবার কেউ ধারণা করছেন, ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

নিউজ পোর্টালটির ফেসবুক পেজও খুঁজে পাওয়া যাচ্ছে না। ডেইলি বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

টেক বিশেষজ্ঞ মোহাম্মদ নেসার বলেছেন, এটি সার্ভার-সংশ্লিষ্ট সমস্যা বা ডোমেইন এক্সপায়ারির কারণে হতে পারে। আবার সাইবার হামলার কারণে হতে পারে। 

উল্লেখ্য, এর আগে বুধবার (৮ জানুয়ারি) ‘সমন্বয়কদের তদ্বির বাণিজ্য, এক রাফির হিসাবেই ৩২ কোটি টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ডেইলি বাংলাদেশ। পরবর্তীতে প্রতিবেদনটির তথ্য ভুল ছিল স্বীকার করে তা প্রত্যাহার করে নেয়। এ নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়ে তারা। 

এ বিষয়ে জানতে ডেইলি বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক রনি রেজা এবং বার্তা সম্পাদক রবিউল ইসলামকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তারা কল রিসিভ করেননি। 

এমএইচএস/এনজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর