ডিসেম্বরেই নির্বাচন : ড. মুহাম্মদ ইউনূস

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫
-67adebcf7ae52.jpg)
জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার কথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন। আমার কাজ প্রায় শেষ। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আবারও নিজের কাজে ফিরতে চাই।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিটে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা৷ সামজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ। দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে। এসব অর্থ ফিরিয়ে আনা আমাদের অন্যতম কাজ৷
জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করাই জাতিসংঘকে সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা।
এর আগে সরকারের শীর্ষ সম্মেলনের ফাঁকে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান মন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।
বৈঠকে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।
এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দিতে বুধবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে দুবাই পৌঁছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি।
কেএমজে/এমএইচএস