
ছবি : রয়টার্স
বিপরীতমুখী একটি দিন পার করল ম্যানচেস্টারের দুই শীর্ষ ক্লাব। ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনের কাছে ১-৩ গোলে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ইপসউইচ টাউনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে জয় তুলে নিল পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি।
ম্যান ইউনাইটেডের লজ্জাজনক হার
এবার লিগে ব্রাইটনের মতো দলের কাছে অসহায় আত্মসমর্পণ করল ম্যান ইউনাইটেড। খেলার মাত্র পাঁচ মিনিটেই ব্রাইটনকে এগিয়ে দেন ইয়ানকুবে মিনতে। ২৫ মিনিটে ব্রুনো ফের্নান্দেস পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরালেও, এরপর আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে কাওরো মিতোমা ব্রাইটনের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এরপর ৮০ মিনিটে জিয়োর্নিয়ো রাট্টার স্কোরলাইন ৩-১ করে দেন। ম্যাচের শেষ পর্যন্ত চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি ইউনাইটেড। এই হারের ফলে ২২ ম্যাচে মাত্র ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে অবস্থান করছে তারা।
ম্যান সিটির দাপুটে জয়
অন্যদিকে, ম্যানচেস্টার সিটি ইপসউইচ টাউনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। দলের হয়ে জোড়া গোল করেন ফিল ফোডেন। এছাড়া একটি করে গোল করেন মাতেও কোভাচিচ, জেরেমি ডোকু, আর্লিং হালান্ড এবং জেমস ম্যাকাটি। এই বিশাল জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করল সিটি।
লিভারপুলের নাটকীয়তা
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলও চমকপ্রদ জয় পেয়েছে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা। উরুগুইয়ান তারকা ডারউইন নুনেস সংযুক্ত সময়ে (৯০+১ এবং ৯০+৩ মিনিটে) জোড়া গোল করে লিভারপুলকে তিন পয়েন্ট এনে দেন।
ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন,‘সুযোগ নষ্টের পর জয় আশা করাই কঠিন ছিল। কিন্তু শেষ পাঁচ মিনিটে এমন নাটকীয় দুই গোল সত্যিই অসাধারণ।’
আর্সেনালের হতাশা
এদিকে, আর্সেনাল দুই গোলে এগিয়ে থেকেও অ্যাস্টন ভিলার বিপক্ষে ড্র করতে বাধ্য হয়েছে। ৩৫ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি এবং ৫৫ মিনিটে কাই হাভার্টজ গোল করে আর্সেনালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে ভিলার হয়ে টিয়েলেম্যানস এবং ওলি ওয়াটকিন্সের দুর্দান্ত গোল ম্যাচের ফলাফল ২-২ করে।
পয়েন্ট টেবিলের চিত্র
এই ফলাফলের পর লিভারপুল শীর্ষস্থান ধরে রেখেছে। তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। আর্সেনাল ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর ম্যান ইউনাইটেডের টানা খারাপ পারফরম্যান্স তাদের ১৩তম স্থানে ঠেলে দিয়েছে।
এটিআর/