ভারতীয় গ্র্যান্ডমাস্টারের সঙ্গে হাত মেলাননি উজবেক দাবাড়ু, কেন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৬
-67975f68af07a.jpg)
টাটা স্টিল দাবা টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবুর সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন উজবেকিস্তানের দাবাড়ু নোদিরবেক ইয়াকুববোয়েভ।
সোমবার (২৭ জানুয়ারি) ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৩ বছর বয়সী নোদিরবেক ইয়াকুববোয়েভ এবং ভারতের বৈশালী রমেশবাবুর ম্যাচে, খেলা শুরুর আগে বৈশালী সৌজন্যের খাতিরে হাত বাড়িয়ে দেন, কিন্তু ইয়াকুববোয়েভ তা প্রত্যাখ্যান করে সরাসরি বোর্ডের সামনে বসে পড়েন। এ সময় স্পষ্টতই অপ্রস্তুত হয়ে পড়েন বৈশালী।
আরও পড়ুন- কুম্ভমেলায় ডুব দিলেন শাহ ও যোগী, ভিডিও ভাইরাল
ঘটনাটি ভিডিওতে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ইয়াকুববোয়েভ এক্স-এ হাত না মেলানোর বিষয়টির ব্যাখাও দেন। তিনি বলেন, আমি নারীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে ধর্মীয় কারণে আমি কোনো নারীকে স্পর্শ করি না। বৈশালী এবং তার ভাই প্রজ্ঞানন্দের প্রতি আমার গভীর সম্মান রয়েছে। যদি এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ইয়াকুববোয়েভ মুসলিম ধর্মাবলম্বী এবং তার মতে, ধর্মীয় বিধানের কারণে তিনি নারীদের সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন না। তিনি বলেন, আমি অন্য কাউকে আমার মতো আচরণ করতে বাধ্য করি না। হাত মেলানোর পরিবর্তে আমার ইচ্ছা ছিল বৈশালীকে হাত তুলে সম্মান জানানো। তবে পরিস্থিতির কারণে সেটিও করতে পারিনি।
ইয়াকুববোয়েভ সেই ম্যাচে বৈশালীর কাছে হেরে যান। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার এই সিদ্ধান্ত। তবে ঘটনাটি নিয়ে দাবাপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ইয়াকুববোয়েভের ধর্মীয় অবস্থানকে সম্মান জানাচ্ছেন, আবার কেউ এটিকে বৈশালীর প্রতি অসম্মানজনক আচরণ বলে মনে করছেন।
বিএইচ/