রোহিত শর্মা কেন সফল অধিনায়ক, জানালেন কোচ গম্ভীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:২৭

এক দিনের বিশ্বকাপ হাতছাড়া হলেও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে। তার এই সফল নেতৃত্বের প্রশংসায় কোচ গৌতম গম্ভীর বলেছেন, রোহিতের সফলতার অন্যতম কারণ তার ভালো মানুষ হওয়া এবং তার নেতৃত্ব গুণাবলি।
আইসিসির এক ভিডিও সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘রোহিত একজন সত্যিকারের ভালো মানুষ। আমার সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। আর একজন ভালো মানুষই ভালো নেতা হতে পারেন। রোহিতের নেতৃত্বে এতগুলো আইপিএল ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এর প্রমাণ।’
তিনি আরও বলেন, ‘তবে অতীত নিয়ে চিন্তা না করে আমাদের সামনে যে নতুন চ্যালেঞ্জ, তার দিকে মনোযোগ দিতে হবে। আশা করছি, রোহিত তার সেরা ফর্মে থাকবে। শুধু ব্যাটিং নয়, অধিনায়ক হিসেবেও মাঠে নিজের সেরাটা দেবে।’
গম্ভীরের ভাষায়, ‘রোহিত তার নেতৃত্বের গুণে চারটি বড় আইসিসি প্রতিযোগিতার ফাইনালে ভারতকে তুলেছেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, সেই বছর এক দিনের বিশ্বকাপের ফাইনাল, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এবং এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল—এ সবকিছুই রোহিতের নেতৃত্বে সম্ভব হয়েছে। তার মতো আর কোনো অধিনায়ক এই কীর্তি গড়তে পারেননি।’
এখন পর্যন্ত চারটি ফাইনাল খেললেও রোহিত শর্মা একটি বড় শিরোপা জয়ী অধিনায়ক। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিলেন তিনি। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এক দিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। এখন দেখার বিষয়, রোববারের ফাইনালে রোহিত শর্মা ভারতকে নতুন শিরোপা এনে দিতে পারেন কি না।
- এমজে