Logo

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি

ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিং করছে নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৬:৩৭

ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিং করছে নিউজিল্যান্ড

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে নিউজিল্যান্ড। 

‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবারের আসরের সেমিফাইনালে ওঠে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিশ্চিত করে টিম ইন্ডিয়া। 

অন্যদিকে, ‘এ’ গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে নাম লেখায় নিউজিল্যান্ড। শেষ চারে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে জায়গায় করে নেয় কিউইরা। 

ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারছেন না নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নাথান স্মিথ। ভারত একাদশে কোনো পরিবর্তন হয়নি। 

গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছিল ভারত। এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে ভারত ৬১ বার এবং নিউজিল্যান্ড জয় পেয়েছে ৫০ বার। ১ ম্যাচ টাই ও ৭ ম্যাচ পরিত্যক্ত হয়।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ড একাদশ : মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, টম লাথাম, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, গ্লে¬ন ফিলিপস, নাথান স্মিথ, কাইল জেমিসন ও উইল ও’রুর্ক।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর