চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল
ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৮:৪৯
-67cd8e5b8a30f.jpg)
ইনিংসের শুরুটা হয়েছিল দারুণ। এরপরই শুরু ছন্দপতন। বারুন চক্রবর্তী ও কুলদিপ যাদব মিলে নাড়িয়ে দেন নিউজিল্যান্ডের টপ অর্ডার। টপ অর্ডারদের হারানোর পর মন্থর হয়ে যায় রানের গতিও। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কিছুটা লড়াই করেন ডেরিল মিচেল ও মিচেল ব্রেসওয়েল। তবে তাদের লড়াইয়ে বড় পুঁজি পায়নি নিউজিল্যান্ড। মন্থর ব্যাটিংয়ে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিতে পেরেছে মিচেল স্যান্টনারের দল।
রোববার (৯ মার্চ) দুবাইয়ে আইসিসির নবম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয় দল দুটি। প্রথমে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্র উড়ন্ত শুরু করলেও স্পিনারদের দাপটে ম্যাচ ঘুরিয়ে ফেলে ভারত। ব্যাটে সুবিধা করতে পারেনি কিউইরা। মিডল অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ করতে পারেনি তারা। মিচেল ও ব্রেসওয়েলের ফিফটিতে ভর করে আড়াই শ’ ছুঁয়েছে নিউজিল্যান্ড।
ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। ইনিংসের ষষ্ঠ ওভারেই আক্রমণে স্পিনার আনেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপর একাদশ থেকে ৪৩তম ওভার পর্যন্ত স্পিনাররাই একটানা বল করতে থাকেন।
শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার রাচিন ২৯ বলে চার চার ও একটি ছক্কায় করেন ৩৭ রান। এরপর অনেকক্ষণ একপ্রান্ত আগলে রাখা মিচেল ফিফটি তুলে খেলেন ১০১ বলে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস। শেষদিকে ব্রেসওয়েলের আক্রমণাত্মক হাফসেঞ্চুরিতে কিউইরা আড়াই শ’ পার করে। তিনি ৪০ বলে ৩ চার ও দুটি ছক্কায় অপরাজিত থাকেন ৫৩ রানে।